চাঁদপুর : পঞ্চম ধাপে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ ও মতলব পৌরসভায় আওলাদ হোসেন লিটন দ্বিতীয়বারের মত আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে মেয়র হিসেবে বেরসকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই দুই মেয়র বর্তমানেও মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার শিরীন আক্তার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার ফাহমিদা হক।
প্রাপ্ত ফলাফল থেকে জানাগেছে, মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন (প্রতীক- নৌকা) ২০ হাজার ৬শত ৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র এনামুল হক বাদল (প্রতীক- ধানের শীষ) পেয়েছেন৯শত ৭৯ ভোট।
যদিও বিএনপি মনোনিত এই প্রার্থী নির্বাচনের নির্বাচনের ৬দিন পূর্বে নির্বাচন বর্জন করেন। এছাড়াও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন কবির (প্রতীক- লাঙ্গল) ১৯৭ ভোট এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (প্রতীক- হাসপাখা) ৭৫৭ ভোট পেয়েছেন।
অপরদিকে, শাহরাস্তি পৌরসভার ১২টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ১৯ হাজার ৮শ ২৩ জন ভোট গ্রহন হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র হাজী আঃ লতিফ ১২ হাজার ৮শ ৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে পূনঃনির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল (মোবাইল ফোন প্রতীক) ৩ হাজার ৯শ ৭৯ ভোট পেয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী ২ হাজার ৯শ ৮০ ভোট পেয়েছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/