ক্রীড়া প্রতিবেদক: শনিবার বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৪তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ। আর এ ম্যাচে শাহরাস্তি উপজেলার সাথে খেলবে চাঁদপুর সদর উপজেলা দল। গতবারের চ্যাম্পিয়ন দল এটি। বিগত সময় দেখা গেছে যে, এ জেলার সিনিয়র-জুনিয়র খেলোয়াড়সহ জাতীয় দল ও বহিরাগত বিদেশী খেলোয়াড়দের নিয়ে গঠন করা হতো চাঁদপুর সদর উপজেলা দলটি। কিন্তু এবারের ১৪তম আসরে সদর উপজেলা দলটি গঠন করা হয়েছে একটু ব্যতিক্রমভাবে। সদর উপজেলা দলের কোচ্, ম্যানেজার ও শুভাকাঙ্ক্ষিদের মূল লক্ষ্য চাঁদপুর জেলার উদীয়মান খেলোয়াড়দের সৃষ্টি করা এবং এ জেলার জন্য একটি শক্তিশালী ফুটবল দল গঠন করা। সে লক্ষ্যেই সদর উপজেলা দলের কর্মকর্তারা বেছে নিয়েছে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের খেলোয়াড়দের। যেখানে অংশ নিয়েছিলো জেলা শহরের স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা। টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন উপজেলা দলের সাধারণ সম্পাদকের সাথে আলাপকালে তারা জানান, চাঁদপুরের সিনিয়র খেলোয়াড় দিয়ে খেলাতে হলে তাদের পারিশ্রমিক অনেক বেশি। তার কারণে আমরা বহিরাগতদের নিয়ে দল গঠন করতে চাই। আমরা এবার শুনেছি চাঁদপুর সদর উপজেলা দলটি গঠন করেছে উঠতি বয়সী ফুটবলারদের নিয়ে। তারা যদি মাঠে আজ ভালো খেলতে পারে তাহলে এ জেলা থেকে সৃষ্টি হবে জাতীয় দলের খেলোয়াড় ও টিকে থাকবে জেলার ফুটবলের ভবিষ্যৎ। ক্রীড়ামোদী দর্শকরা মনে করেন বেশ কয়েকদিন ধরে স্টেডিয়ামের পাশে সদর উপজেলা দলটি প্র্যাকটিস করে যাচ্ছে। তাদের বয়স অনেক কম। তারা নিয়মিত প্র্যাকটিস ও ম্যাচ খেললে আগামীতে মাঠে তারা ভালো খেলা উপহার দিতে পারবে।
শুক্রবার টুর্নামেন্টের ২য় ম্যাচে অংশ নেয় মতলব দক্ষিণ বনাম মতলব উত্তর উপজেলা। এতে মতলব দক্ষিণকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মতলব উত্তর উপজেলা দল। দু’ দলই ঢাকার বেশ কয়েকটি নামী-দামী ফুটবল দলের খেলোয়াড়সহ বিদেশী খেলোয়াড় নিয়ে মাঠে নামে। প্রথমার্ধে দু’ দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শেষ করেন। খেলার দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের সময় মতলব উত্তরের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইদ্রিসের একটি চমৎকার সটে বল ধরতে ব্যর্থ হন মতলব দক্ষিণ উপজেলা দলের গোলকিপার। আর এতে ১-০ গোলে জয়লাভ করে মতলব উত্তর উপজেলা। খেলা পরিচালনা করেন শহিদুল ইসলাম লালু। তাকে সহযোগিতা করেন সুমন ও মাসুম, চতুর্থ রেফারী রানা।
দু’ দলে অংশগ্রহণকারী খেলোয়াড়: মতলব উত্তর উপজেলার সৈনিক, মনি, রাজিব, তপন, রহমত, গফুর, রিগান, ফ্রান্সিস, ইদ্রিস, শরীফ (রাজীব), সুমন (আল-আমিন)।
মতলব দক্ষি উপজেলা: মোদাসের, শহীদুল, ইমরান, আশ্রাফুল, আজমীর, আতুকা, বিদ্যুৎ, কাঞ্চন, মুকুল, সিলভা, জামাল।