মতলব প্রতিনিধি-
মতলব পৌরসভার বরদিয়া আড়ং বাজার এলাকায় বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে মতলব-চাঁদপুর সড়কে গতকাল রোববার সকালে অটোরিক্সার নিচে চাপা পড়ে মোঃ মুন্না (৭) নামে এক শিশু মারা যায়।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্না ঈদের পরদিন সকালে চট্টগ্রাম থেকে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন মুন্না নানার বাড়ি থেকে সকালে রাস্তা অতিক্রম করে একটি দোকানে যাওয়ার সময় চাঁদপুর থেকে মতলবগামী একটি অটোরিক্সার নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মাতুয়াইল নামক স্থানে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিক্সাসহ চালক মোহাম্মদ আলীকে আটক করে। শিশুটির বাড়ি পৌরসভার বাইশপুর গ্রামে এবং তার পিতার নাম মানিক মিয়াজী।