রেদওয়ান আহমেদ জাকির:
মতলব দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা ৬ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, দেওয়ান রেজাউল করিম, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, রয়মনেননেছা মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফ পাটোয়ারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক এসএম সেলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি গনেশ ভৌমিক, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা আক্তার আঁখি, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, সাংবাদিক রোকনুজ্জামান রোকন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড ইন্সপেক্টর মোঃ আল-আমিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং মতলব দক্ষিণের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া সকলকে সতর্ক অবস্থায় থেকে সমাজের শান্তি শৃঙ্খলা ধরে রাখার জন্য আহ্বান জানানো হয়।
পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯২তম জন্মদিন উদযাপনব এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনবের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।