মিজান লিটন =
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও-গৌরিপুর বর্ডার এলাকার আলোচিত ইয়াবা সম্রাট ইব্রাহিম খলিল বাবু প্রধান ওরফে ইয়াবা বাবু (২৬)সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা হলো: নারায়ণপুর গ্রামের আঃ রহিমের ছেলে সোহাগ হোসেন (২৩), মোঃ জাকিরের ছেলে রুবেল (২২), নাায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাটন গ্রামের মৃত কামাল ঢালীর ছেলে মোঃ এবাদুল (২৮) ও মৃত আইয়ুব আলীর ছেলে জুয়েল (২২)। ইয়াবা সম্রাট বাবু প্রধান পাটন গ্রামের প্রবাসী চারু মিয়া প্রধানের ছেলে। গত ২৩ নভেম্বর রোববার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের নেতৃত্বে পুলিশ দল ইয়াবা সম্রাট বাবুর বাড়িতে অভিনব কায়দায় অভিযান চালিয়ে তাদের ৫জনকে ৪১ পিচ ইয়াবা, নগদ ১০ হাজার ৭৪শ’ ৪৯ টাকা, ৫ পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক করে রাতেই মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।
ওসি মোঃ কবির হোসেন জানান, বাবু ওরফে ইয়াবা বাবু তার নিজস্ব বাসায় রেখে নায়েরগাঁও, গৌরিপুর, দাউদকান্দিসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ মাদক বেচাকেনা করে আসছে। এছাড়া তার বাসায় বিভিন্ন সময়ে জুয়া ও মাদকের জমজমাট আসর বসে। বাবুর নেতৃত্বে একটি বিশাল সিন্ডিকেট মাদকের ব্যবসা করে আসছে। নাায়েরগাঁও বাজার এলাকার সচেতন ও বিশ্বস্ত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে রোববার রাতে তিনি প্রথমে থানার এসআই কৃষ্ণা, এএসআই জাহাঙ্গীর ও পুলকসহ বিপুল সংখ্যক ফোর্স দিয়ে ইয়াবা বাবুর বাড়ির চারদিক ঘিরে ফেলেন। ইয়াবা বাবু এ ঘটনা আঁচ করতে পেরে দেয়ালের উপর দিয়ে পলায়নকালে পুলিশের হাতে আটক হয়। পরে ওসি কবির হোসেন এসআই মোর্শেদুল আলম ভূঁইয়া ও এসআই দীপকসহ দ্রুত ঐ বাড়িতে ঢুকেন। বাড়ির ভেতরে প্রবেশ করে অপর ৪জনকে আটক করা হয়। তবে পুলিশ ভেতরে প্রবেশের পূর্বে বিপুল পরিমাণ মাদক সামগ্রী টয়লেটে ফেলে দিয়েছে বলেও পুলিশ জানান। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বাবুসহ অন্যাদের আটক করায় নায়েরগাঁও বাজার ও আশপাশের জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে।