মতলব প্রতিনিধি =
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল ১০ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলা, পৌর বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় ম্যাক্সী স্ট্যান্ড থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন ভূঁইয়ার পরিচালনায় পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবদল সভাপতি সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহগিয়াস, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক মোঃ শাহজাহান, পৌর যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন মিয়াজী, মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন প্রধান, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোসত্দাফিজুর রহমান আমিন, পৌর ছাত্রনেতা পাভেল রহমান, জুম্মন তারেক, রবিউল প্রমুখ।