প্রতিনিধি
মতলব দক্ষিণে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে নকলের মহোৎসবের মধ্য দিয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষা অতিবাহিত হয়েছে। গতকাল ১৭ অক্টোবর শুক্রবার মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা সরজমিনে ঘুরে দেখা যায় নকলের ছাড়াছড়ির দৃশ্য। পরীক্ষার্থীদের বেঞ্চের উপর বই রেখে দেখে দেখে প্রকাশ্যে নকল করতে দেখা যায়। আবার কোনো কোনো পরীক্ষার্থীকে শিক্ষকরা কমনপড়া বইয়ের পাতা ছিড়ে দেয়। তাও বেঞ্চের উপর রেখে দেখে দেখে লিখছে। কক্ষ পরিদর্শক, পর্যবেক্ষক, নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও কেন্দ্র সচিব পরীক্ষার্থীদের নকল দেখেও যেন না দেখার মতো করে চলে যান। কেন্দ্রে দায়িত্বরত কিছু সংখ্যক শিক্ষককে নকলের সহায়তা করতে দেখে ফেলায় সাংবাদিকদের হুংকার দিয়ে বলেন, এ ব্যাপারে পত্রিকায় লিখে আর কি হবে? বেশি হলে কেন্দ্রটি মতলব থেকে চাঁদপুরে নিয়ে যাবে। এতে মতলবেরই ক্ষতি হবে।
পরীক্ষা চলাকালীন নকলের মহোৎসবের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে তাৎক্ষণিক তাঁর প্রতিনিধি উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ তাহমিনাকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তবে ডাঃ তাহমিনা নকল বন্ধে ব্যর্থ হন। উল্লেখ্য, এই কেন্দ্রে ২শ ৮জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্র বিষয়ে ৩৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।