প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামে একই রাতে ৯টি ঘরে সিঁদেল চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ১৮ ডিসেম্বর গভীর রাতে ৫ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয়।
জানা যায়, ঐ দিন রাতে চোরের একটি সংঘবদ্ধ দল একই কৌশলে নাগদা গ্রামের শেখ বাড়ির মজিব শেখ, কবির শেখ, হাজী বাড়ির শাহজাহান হাজী, প্রধানীয়া বাড়ির মোস্তফা প্রধান, আরিফ প্রধানসহ মোল্লা বাড়ি, খান বাড়ি, পেদা বাড়ি ও সর্দার বাড়িতে একাধিক ঘরে সিঁদ কেটে মোবাইল সেট, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। মোস্তফার স্ত্রী ও একই বাড়ির আরিফ প্রধান জানান, রাত আনুমানিক ৩টায় চোর চোর বলে চারদিক থেকে চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠে দেখতে পাই আমাদের ঘরেও সিঁদ কেটে মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়া আমাদের এলাকার আরো বেশ কটি বাড়িতে একই কৌশলে চুরির ঘটনা ঘটেছে।