মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা গ্রামে গরু-ছাগলে জমির ফসল খেয়ে ফেলার প্রতিবাদ করায় গৃহবধূ সাজেদা বেগম (৩৫)-এর কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সাজেদা বেগমের স্বামী স্বপন প্রধান বাদী হয়ে একই এলাকার ওয়ালী উল্যাহর ছেলে আলমগীরসহ বেশ ক’জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল ৮ জুন ঘটনার প্রধান আসামী আলমগীরকে আটক করেছে থানা পুলিশ।
সাজেদা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৬ জুন শুক্রবার বিকেলে আচলছিলা গ্রামের স্বপন প্রধানদের ভুট্টা ও ধানের জমির ফসল একই এলাকার ওয়ালী উল্যাহদের গরু ও ছাগলে খেয়ে ফেলে। এ ঘটনা স্বপন প্রধানের স্ত্রী সাজেদা বেগম জিজ্ঞাসা করলে ওয়ালী উল্যাহর স্ত্রী, ছেলে আলমগীর ও মেয়েসহ তাদের পরিবারের লোকজন উল্টো তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে আলমগীর ঘর থেকে দা এনে সাজেদা বেগমকে লক্ষ্য করে কোপ দিলে তার বাম কানটি কেটে যায়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং রক্তাক্ত জখম অবস্থায় আহত সাজেদা বেগমকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।