মতলব (চাঁদপুর): বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস তিতারকান্দি গ্রামে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করেছেন।
সোমবার (১৯ এপ্রিল) তিনি তিতারকান্দি গ্রামের মানুষের মাঝে মাস্ক বিতরন করেন। এ সময় সঙ্গে ছিলেন ডা: পরিমল চন্দ্র দাস, খোকন মন্ডল, নিধু দাস, বিশ^নাথ দাস, বিপ্লব দাস, লিটন দাস ও সঞ্জয় দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলাচল করবেন। আপনি নিরাপদ থাকলে, আপনার পরিবারও নিরাপদে থাকবে। সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে চলাফেরা করার জন্য অনুরোধ করেন।
এছাড়াও তিনি ১নং ওয়ার্ডের তিতারকান্দি গ্রামের প্রত্যেক জনসাধারনের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন এবং সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন।
চাঁদপুরনিউজ/সংবাদদাতা/এমএমএ/