মতলব দক্ষিণ:
মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় হিরণ পাটোয়ারী (৩৫)সহ এ পর্যন্ত তিন ডাকাতকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নির্দেশে মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই নূর চাঁদপুর সদর উপজেলার চাঁদ খাঁর দোকান এলাকার এক ভাড়াটিয়া বাসা থেকে হিরণ পাটোয়ারীকে আটক করা হয়। পরে তাকে ঢাকিরগাঁওয়ের ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়। সে আশিকাটি গ্রামের ইদ্রিস পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানাসহ চাঁদপুরের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে বলে থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল মধ্য রাতে মতলব পৌরসভার ঢাকিরগাঁও গ্রামের প্রবাসী আমিরুল হক ভুট্টো প্রধানের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তখন বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল।
এ ঘটনায় পরদিন ৯ এপ্রিল সকালে মতলবের মুন্সিরহাট বাজার এলাকা থেকে জাকির (২৮) নামে এক ডাকাত সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মধ্যপাদুর গ্রামের ইসমাইল হোসেন ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় গৃহকত্র্রীর ভাসুর সফিকুর রহমান প্রধান বাদী হয়ে আটক জাকিরসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঐ মামলায় আটক ডাকাত জাকিরের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে গতকাল ২২ এপ্রিল বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে তদন্তকারী কর্মকর্তা এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ডাকাত হিরণ পাটোয়ারীকে আটক করার পর গৃহকত্র্রী থানায় এসে ঐ ডাকাতকে সনাক্ত করেছে। ঢাকিরগাঁও গ্রামে ডাকাতির ঘটনায় ইতিপূর্বে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মৃত আঃ গণির ছেলে ছোবহান ডাকাত (৩৫)কে হাজীগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ২টি, মতলব দক্ষিণ থানায় ৪টিসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে বলে থানা ও এলাকাবাসী সাংবাদিকদের জানান।