সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রধানীয়া বাড়ি থেকে গতকাল ২৪ মে জাহাঙ্গীর (৩৫)কে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। দু’ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বাধা দেয়ায় ঐ দিন রাতেই বখাটেদের হামলায় আহত বেলায়েত হোসেন মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, নারায়ণপুরে গত ২৩ মে সন্ধ্যায় দু’ ছাত্রী (ফুফু-ভাতিজি)কে শ্লীলতাহানির চেষ্টা করেছে একই এলাকার একাধিক যুবক। এতে বাধা দেয়ায় একই এলাকার বেলায়েত হোসেন (৪৫)কে বেধম মারধর করে তারা। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যারা শ্লীলতাহানির চেষ্টা করে তারা হলো : মাসুদ (২৬), জাহাঙ্গীর (৩৫), হেলাল (২২), ফরহাদ (২৪), সজীব (২৩)সহ ৪/৫জন।