প্রতিনিধি
মতলব পৌর এলাকার ৮টি মহল্লায় ১ দিনে কমপক্ষে ২৫ জনকে কুকুরে কামড়িয়ে আহত করেছে। আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে আরও আহত হয়েছে ২০ জন। ঘটনাটি ঘটেছে গতকাল ৩০ জানুয়ারি সোমবার সকালে পৌরসভার কলাদী, ঘোষপাড়া ও চরমুকুন্দি এলাকায়। আহতদেরকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঐ দিন একটি পাগলা কুকুর মতলব পৌরসভার পাশাপাশি আটটি এলাকার লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। কুকুরের কামড়ে পৌরসভার চরমুকুন্দি এলাকার আরিদা (২১), মোঃ রিপন (৩০), হামিদা আক্তার (১৬), মোঃ নীরব (৭), শফিকুল ইসলাম (২৪) ও মোঃ রাতুল (১২), ঘোষপাড়ার উৎসব (১০), ইশতিয়াক (৭), ও রুদ্র সরকার (৩), চরনয়া এলাকার হালিমা আক্তার (১৮), নিলক্ষীর মোঃ হামদর্দ (১২), সর্দারকান্দির তাহের আলী (৩০), নবকলসের মোঃ সাদেক (৩), লক্ষ্মীপুরের খাদিজা আক্তার (১৬) ও মঞ্জুরুল ইসলাম (৩৫), বাইশপুরের মোঃ সোহেল (২০), ঢাকিরগাঁও এলাকার মোস্তফা (৪০), শীলমান্দি এলাকার (ইয়ার নবী (৩২), খুরশিদা (৫০) দুই পা, হাত, কোমর ও বুক-পিঠ রক্তাক্ত জখম হয়। বাকি ১১জন স্থানীয়ভাবে ও চাঁদপুরে চিকিৎসা নিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। লোকজনের ধাওয়া খেয়ে কুকুরটি পালিয়ে যায়। গুরুতর আহত ১৯ ব্যক্তিকে পরিবারের লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান ও কর্মরত চিকিৎসক রোটাঃ ডাঃ মুহিবুল্লাহ তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।
চরমুকুন্দি এলাকার শফিকুল ইসলাম বলেন, সকালে তিনি বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ পেছন থেকে দু-তিনটি পাগলা কুকুর তার পা কামড়াতে থাকে। পরে লাফ দিয়ে তার কোমর, বুক, পিঠ ও দুই হাতে কামড়ায়। এতে তার শরীরের এসব অংশ জখম হয়। পরে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসা নিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী মোঃ শাহাদাত হোসেন অভি জানান, হঠাৎ একটি পাগলা কুকুর আশ-পাশের বেশ কয়েকজনকে কামড়াতে শুরু করে। আমরা কুকুরটি মারার চেষ্টা করলে কুকুরটি দেঁৗড়ে পালিয়ে যায়। পৌর মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, এসব পাগলা কুকুর নিধনে ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান জানান, ভর্তি হওয়া ১৫ জনের পা, হাত, কোমর ও বুক-পিঠ জখম হয়েছে। তাদের র্যাবিস ভ্যাকসিন ও র্যাবিস ইমিউনোগ্লোবলিন ইনজেকশান দেয়া হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।