প্রতিনিধি
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সামগ্রীসহ ৯জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ৯জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা হয়েছে।
উপজেলার নায়েরগাঁও বাজার ও দাউদকান্দি গৌরিপুর বর্ডার এলাকা নায়েরগাঁও বাজারসহ মতলবের মুন্সিরহাট, জোড়পুল, কাশিমপুর, পিংড়া, নারায়ণপুর, মতলব শহরসহ একাধিক এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ কবির হোসেন মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন এবং থানার সকল পুলিশ অফিসারকে নির্দেশ দেন মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আটক করতে হবে। তাই থানার সকল অফিসার গত দু’ সপ্তাহে ওসির নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সতুট বাবুসহ ৯জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে রয়েছে নায়েরগাঁও বাজার ও দাউদকান্দি থানা এলাকায় বহু আলোচিত ইয়াবা স ইব্রাহিম খলিল বাবু ওরফে ইয়াবা বাবু (২২), উত্তর উপাদীর সেলিম প্রধানীয়া (৩৫), পাটন গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম সেলিম ওরফে বাবা সেলিম (৩০), দগরপুর গ্রামের মোঃ মাসুম বিল্লাল (২৬), মোঃ হুমায়ুন কবির (২৭), পাটন গ্রামের জুয়েল (২২), নারায়ণপুর গ্রামের সোহাগ হোসেন (২২), পাটন গ্রামের মোঃ রুবেল (২২) ও মোঃ এবাদুল (২৮)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ২শ’ ৫৬ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৭শ’ ৫০ টাকা, ইয়াবা ৫২ পিচ, যার আনুমানিক মূল্য ২৪ হাজার ৯শ’ টাকা। এছাড়া মাদকসেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মতলব দক্ষিণ উপজেলাকে মাদক ও ইভটিজিং মুক্ত করতে চাই। এ সকল অপরাধীর সাথে আমার কোনো আপোষ নেই। এ ব্যাপারে সামাজিক, রাজনৈতিক ও সকল শ্রেণি পেশার লোকদেরকে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে।