প্রতিনিধি
মতলব-নায়েরগাঁও-পেন্নাই সড়কে যাত্রীবাহী মতলব এক্সপ্রেস বাসের চাকায় পিষ্ট হয়ে নাছরিন (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল ১৬ জুন বেলা আনুমানিক ১টায় মতলব এক্সপ্রেস নামে (ঢাকা-জ-১৪-০১৩৪) মতলবগামী বাস এ দুর্ঘটনাটি ঘটায়।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার বালির মাঠ সংলগ্ন স্থানে নানীর সাথে নাসরিন মামার বাড়ি বেড়াতে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। নিহত নাছরিনের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার আলীয়ারা গ্রামে। তার পিতার নাম আবুল বাসার। দুর্ঘটনার পর পরই ঘাতক মতলব এক্সপ্রেসের গাড়ির চালক পালিয়ে যায় এবং স্থানীয় জনতা গাড়িটি আটকে রাখে। এদিকে স্থানীয় উত্তেজিত জনতা দুর্ঘটনার পরপরই সড়ক অবরোধ করে রাখে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।