মতলব দক্ষিণ প্রতিনিধি ==
মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ইরফান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, ইরফানের পেটের অসুখ হওয়া তার মা মনি আক্তার পলি তাকে বেবি জিংক ট্যাবলেট খাওয়ায়। পরে শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে রাত ৭টায় শিশু ইরফানকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় স্বাস্থ্য কমপেস্নঙ্রে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। চিকিৎসকের ধারণা, এতে শিশুর গলায় বেবি জিংক ট্যাবলেট আটকে মৃত্যু হতে পারে। শিশুটির পিতা শাকিল আহমেদ প্রবাসী। শিশুটির পিতার বাড়ি চাঁদপুর সদর উপজেলার পাইকাসত্দা গ্রামে।