প্রতিনিধি :
চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মৃধার উপর প্রতিপক্ষ মোবারক মৃধা গং রা আবারো হামলা ও ঘরের কাজ করতে গেলে বাধা প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ২৮ জুলাই সকাল ১০টায় মুক্তিযোদ্ধা মোস্তফা মৃধা উপজেলার ১৬৩নং দিঘলদী মৌজার ৫ একর ২২ শতাংশের অন্দরে .০৭ শতাংশ ভূমির কিছু অংশে ঘরের কাজ করছিলেন। এ সময় মোঃ খালেক মৃধার পুত্র মোঃ মোবারক মৃধা এবং ছেরাজল হক ছিডু মৃধার পুত্র মোঃ মতিন মৃধার নেতৃত্বে আরো ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মৃধার উপর হামলা চালায় এবং ঘরের কাজ করতে বাধা প্রদান করে। মোস্তফা মৃধার স্ত্রী প্রতিউত্তর করতে গেলে তাকেও বিভিন্নভাবে গালিগালাজ করে। মোস্তফা মৃধা তার সম্পত্তিতে ঘর উত্তোলন করলে খুন করে লাশ ঘুম করে ফেলবে বলে হুমকি দেয়। মোস্তফা মৃধা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঘরের কাছ থেকে বিরত থাকে। আমাদের প্রতিনিধিকে জানায়, ঘর উত্তোলনের সামগ্রী প্রায় ২ লক্ষ টাকার মালামাল বৃষ্টিতে নষ্ট হচ্ছে। গত ১৫/২/২০১৬ইং ঘর উত্তোলন করতে গেলে প্রতিপক্ষ মোবারক মৃধা গং রা বাধা প্রদান করে। ওই সময় মতলব দক্ষিণ থানায় মোস্তফা মৃধা এ বিষয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর থেকেই প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২০/২/২০১৬ইং তারিখে মোস্তফা মৃধাকে রাস্তার উপর পেয়ে প্রতিপক্ষ মোবরক মৃধা গং রা হামলা চালায়। এ সময় ডাক চিৎকারে তার আত্মীয় স্বজনরা আসলে তাদের উপরও হামলা হয়। উক্ত ঘটনায় মুক্তিযুদ্ধা মোস্তফা মৃধা বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরে মামলা দায়ের করে। মামলা নং- ১৫/২০১৬। মোস্তফা মৃধা আরো জানায়, প্রতিপক্ষ বিবাদীগণ অত্যন্ত দুষ্ট, দুর্দান্ত, জুলুমবাজ, প্রতারক, পরধন, পরসম্পদ আত্মসাতকারী, সন্ত্রাসী প্রকৃতির লোক। কয়েকবার শালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও প্রতিপক্ষ সালিশ বৈঠকে সন্ত্রাসী প্রকৃতির লোকজন জমায়েত করে। ভয়ে এবং তাদের হুমকিতে মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মৃধা শালিশ বৈঠকে উপস্থিত হতে পারে না। মোস্তফা মৃধা আরো জানায়, তাদের প্রতিপক্ষ মোবারক মৃধা গংরা ভূমির মালিকানা দলিল মতলব দক্ষিণ থানায় তলবে জমা দিতে পারে নাই। উপরোক্ত অভিযোগের ভিত্তিতে প্রতিপক্ষ মজিবুল হক মৃধা ও খালেক মৃধাকে জিজ্ঞাসা করলে তারা জানায়, আমরা ঘর উত্তোলনে বাধা দিয়েছি কারন এখানে আমাদের জায়গা আছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মৃধা।