মতলব দক্ষিণ:
দেশব্যাপী গণহত্যা, জুলুম, নির্যাতন ও নৈরাজ্যের প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মতলব দক্ষিণে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার হরতালের সমর্থনে শান্তিপূর্ণভাবে মিছিল বের করা হয়। মিছিলটি মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সী স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মৃধা, সহ-সভাপতি এমএ মতিন, মতলব পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াস, কৃষক দলের সভাপতি মোঃ হানিফ পাটোয়ারী, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জাহিরুল মোস্তফা তালুকদার, মৎস্যজীবী দলের সভাপতি মনির মৃধা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির সদস্য ও মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদলের নেতৃত্বে হরতালের সমর্থনে পৃথক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি মতলব পৌরসভা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন খান, সদস্য মোল্লা মোঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাবুল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শোয়েব আহমেদ সরকার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন আলম, পৌর ছাত্রদলের সভাপতি শরীফ উল্লাহ টিটু।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর সরকার। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।