চাঁদপুর নিউজ ডেস্ক=
মতলব দক্ষিণ উপজেলা সদরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতা আলমগীর (১৯) লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্বজনরা জানান, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এছাড়া আহত সৈকত (২২) ও রনি (২০) মতলব দৰিণ উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েচিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাজারস্থ কলাদী সিঙ্গাপুর পস্নাজার সামনে কতিপয় সন্ত্রাসী তাদের উপর অতর্কিতভাবে হামলা করে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে তাৎৰণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে আহত সৈকতের বড় ভাই শরীফ হোসেন বাদী হয়ে মতলব দৰিণ থানায় ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আহতরা সাংবাদিকদের জানান, পূর্ব শক্রতার জের ধরে ১৪/১৫ জন সন্ত্রাসী উল্লেখিত স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগের ৩ নেতার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এদিকে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতরা আরো জানান, সন্ত্রাসীরা তাদের সাথে থাকা মূল্যবান কয়েকটি মোবাইল সেটসহ নগদ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।