প্রতিনিধি
মতলব দক্ষিণে সিএনজি স্কুটার ছিনতাইকালে মাসুদ (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি স্কুটারসহ ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। ২৭ এপ্রিল গভীর রাতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মিলন সওদাগরের গ্যারেজ থেকে একটি সিএনজি স্কুটার (যার নং- নারায়ণগঞ্জ-থ-১১-৪১৫১) নিয়ে দ্রুত গতিতে বাড়ৈগাঁও রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাৎক্ষণিক সিএনজি স্কুটারটি আটক করে। চালককে জিজ্ঞাসাবাদ করলে সঠিক জবাব না দেয়ায় মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান পাটোয়ারীকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ ঐ রাতেই ঘটনাস্থল থেকে সিএনজি স্কুটারসহ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সিএনজি স্কুটারের মালিক আসাদুজ্জামান খোকন বাদী হয়ে আটক ছিনতাইকারীসহ ৩জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করে।