মতলব দক্ষিন উপজেলার ১নং নায়েরগাঁও ইউনিয়নের পেয়ারীখোলায় গ্রামের বেপারী বাড়ী ও হাজী বাড়ীর মধ্যে সরকারী জলাশয় দখল নিয়ে গতকাল ১০/১১ জানুয়ারী শুক্র ও শনিবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বসত বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ আহত হয়েছে ৫জন। আহতদের মধ্যে অলফুরেন নেছা (১০২) ও শাহআলম (৩৮) কে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
সরজমিনে প্রতিবেদনটি করতে গেলে এলাকাবাসি জানায় দীর্ঘ ২৩/২৪ বছর পূর্বে সরকার একটি জলাশয় ৫ জনের নামে ৯৯বছরের জন্য লীজ প্রধান করে। কিন্তু জাহাঙ্গীর একটি সংঘবদ্ধ গ্র“প ঠিক করে এই লীজ বাতিলের জন্য মরিয়া হয়ে উঠে। সরকারি এই জলাসয়ের মাছ বিষ দিয়েও মেরে ফেলেছে কয়েক বার। মতলব থানা পুলিশ ও ঘটনাটি অবহিত আছে বলে সাংবাদিকদের জানান।
জানা যায়, পেয়ারী খোলা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আঃ আলীম, সহকারী কমিশনার ভূমি মতলব বরাবর ১নং খাস খতিয়ান ১৩৪২দাগে ৩একর ৬ শতাংশের মধ্যে ২একর ৩৮ শতাংশ সরকারী স্থায়ী বন্দোবস্ত নেওয়া মোঃ ইদ্রিছ আলী, পিতা- মৃত কাদির মিয়া, মোসাম্মৎ আছিয়া খাতুন, পতি- মৃত ইউসুফ আলী, আঃ রশিদ, পিতা- ইদ্রিছ বেপারী, আমেনা খাতুন, পতি- মৃত চারু মিয়া, নুরুল ইসলাম, পিতা- মৃত গোলাম হোসেনকে ১৯৯১সনের ৩০ জুলাই সরকার তাদেরকে ৯৯ বছরের জন্য স্থায়ী বন্দোবস্ত প্রদান করার পরও আব্দুল আলী কমিশনারের বরাবর লীজ বাতিলের জন্য একটি আবেদন করেন। যার স্মারক নং- ২০১৩/১০১/১। সহকারী কমিশনার ভূমি সফিকুল ইসলাম ২৫/০২/২০১৩ইং তারিখে জেলা প্রশাসকের বরাবর উক্ত স্মারকের আলোকে একটি প্রতিবেদন দাখিল করেন। লীজকৃতদের সম্পত্তিতে কোন আপত্তির কিছুই পাওয়া যায়নি এবং উক্ত আঃ আলীর দরখাস্তটি খারিজ করে ৬৮একর ভূমির জরীপের জন্য সার্ভেয়ার নিয়োগের জন্য জেলা প্রশাসকের নিকট পত্র প্রেরণ করেন।
এ দিকে পেয়ারীখোলা গ্রামের আঃ মতিন বেপারী বাড়িতে জাহাঙ্গীর আলম (৪৫), পিতা- মৃত আঃ জলিল, জুলহাস মিয়া (৪০), পিতা- মৃত আলী মিয়া, মোশারফ হোসেন (৩৮), পিতা- সিদ্দিকুর রহমান, মুক্তার হোসেন (৩০), পিতা- ঐ, আল আমিন (২৫), পিতা- বিল্লাল, রেদোয়ান মিয়া (২৫), পিতা- আঃ আলীম, সুলতান আহমেদ (৪৫), পিতা- মৃত আলী মিয়া, হুমায়ুন কবির (২৫), পিতা- আঃ আলীম, রাশেদ মিয়া (২৩), পিতা- জাহাঙ্গীর আলম, আঃ হক (৪৮), পিতা- মৃত ওয়াজ উদ্দিন, মোঃ নাঈম (২২), পিতা- আঃ হক সহ আরো ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র এ সন্ত্রাসী বাহিনী এ স্থায়ী বন্দোবস্তের জায়গাটি জোর পূর্বক দখল করার জন্য দফায় দফায় সংঘর্ষ করছে বলে আঃ মতিন সাংবাদিকদের জানান।
মতলব থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সরকার ১৯৯১ সালে ৫জনের নামে স্থায়ী বন্দোবস্ত দিয়েছে। প্রায় ২বছর যাবৎ লীজটি বাতিলের জন্য একটি পক্ষ চেষ্টা চালাছে। আমি উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলেছি। থানায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে আমি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।