মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়য়ের সাড়পার গ্রামের প্রবাসী নাসির প্রধানের স্ত্রী জেসমিনের (২০) লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশ। দীর্ঘ একমাস পর জেসমিনের পিতা বাদি হয়ে আদালতে গত ২৫ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে চাঁদপুর জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তে রিপোটে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মেয়ের উকিল শ্বশুর জাহিদুল ইসলাম খান ও বাড়ির নিপা আক্তার, রাশেদ খান, কামরুল মুন্সিসহ একাধিক লোকজনের সাথে কথা বললে তারা বলেন, আমরা কখনো এ পরিবারের ঝগড়া-বিবাদ এর কথা শুনি নাই ও দেখি নাই। এখন আবার তাঁর পরিবারের পক্ষথেকে হত্যা মামলা দায়ের করেছে। আমাদেরকে সামাজিক ভাবে আরো হেয়-প্রতিপন্ন করতে। এভাবেই এলাকায় মূখ দেখাতে লজ্জা হয়। আবার আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করলো।
উলেখ্য, অভিমানি গৃহবধূ জেসমিন আক্তার ২৬অক্টোবর তার শশুর বাড়িতে আত্মহত্যা করে। মৃত. মনির হোসেন প্রধানের সৌদি প্রবাসী ছেলে নাসির উদ্দিনের সাথে একই উপজেলার নওগাঁও গ্রামের মিজানুর রমহান পাটোয়ারীর মেয়ে জেসমিন আক্তারের সাথে প্রায় আট মাস আগে বিয়ে হয়েছিল। নাসির উদ্দিনের বড়ভাই লিটন ও মা হালিমা বেগম জানান, বিয়ের পূর্বে জেসমিনের সাথে তারই খালাতো ভাই আল আমিনের সাথে প্রেমঘটিত সম্পর্ক থাকায় জেসমিন এ বিয়েতে রাজি ছিল না। জেসমিনের বাবা-মা প্রেমের বিষয়টি গোপন করে জেসমিনকে বিয়েতে বাধ্য করে। বিয়ের পরও জেসমিন তার খালাতো ভাই আল আমিনের সাথে সম্পর্ক বহাল রাখে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে গত দেড়মাস আগে সালিশী বৈঠকও হয়। বাবা/মার সামনেই জেসমিন ঘটনার সত্যতা স্বীকারকরে আল আমিনের সাথে সম্পর্ক ছিন্ন করার শর্তে স্ট্যাম্পে অঙ্গীকার করে। প্রকৃত পক্ষে জেসমিন আল আমিনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেনি। নিজের অমতে বিয়েতে বাধ্য করার কারণেই বিয়ের আট মাস করে আত্মহত্যা করে জীবন বিসর্জন দিয়েছে অভিমানি গৃহবধূ জেসমিন। জেসমিনের বাবা মিজানুর পাটোয়ারীর মুঠোফোনে (০১৮১৪১৩২০৮১) এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।