চাঁদপুর : চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনের ৬দিন পূর্বেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক বাদল নির্বাচন বর্জন করেছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার পদ থেকে নির্বাচন বর্জন করার কথা লিখিত ভাবে জানিয়ে বর্জনের ঘোষণা দেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন ‘রির্টানিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা, আওয়ামী সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকি, ধমকি, মামলা-হামলা তার কর্মী ও সমর্থকদের জানমালের নিরাপত্তার কথাচিন্তা ভাবনা করে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে এক তরফা প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করেন।’
সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল রুশদী, সভায় মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি ডা: সোয়েব আহমেদসহ বহু নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী ছিলেন বর্জনকারী বিএনপির এনামুল হক বাদল ও আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন।
চাঁদপুরনিউজ/এমএমএ/