সংবাদদাতা: চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীরা তাদের প্রস্তাবকারী, সমর্থনকারী ও কর্মীদেরকে নিয়ে প্রতীক গ্রহণ করেন।
মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন লিটন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন কবির (লাঙ্গল) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মতলব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩শ’ ৩৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ১শ’ ২ জন এবং নারী ভোটার ২৪ হাজার ২শ’ ৩৭ জন। কেন্দ্র সংখ্যা ২১।
চাঁদপুরনিউজ/এমএমএ/