মতলব সংবাদদাতা: মতলব পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হলেন মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান সরকারের সন্তান সারোয়ার হোসেন লিখন। উপজেলা ছাত্রলীগ নেতা লিখন পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে উটপাখি প্রতীক নিয়ে চালাচ্ছে ব্যাপক প্রচার-প্রচারণা।
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন লিখন যিনি মতলব বাসীর কাছে লিখন সরকার নামেই বেশ পরিচিত। দেশে করোনা ভাইরাসে প্রভাবে জনজীবন যখন স্থবির হয়ে পড়েছিল ঠিক সেই সময় লিখন গরীব অসহায়়় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ধনাঢ্য ব্যক্তিদের দেওয়া়া ত্রাণ সামগ্রী। সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছিলেন তিনি। ত্রাণ সামগ্রী বিতরণ কালে ৩ নং ওয়ার্ডের গরিব-দুঃখী ও মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম আরো কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার। আর সেই সকল মানুষের ভালোবাসা এবং সমর্থন নিয়ে এবারের মতলব পৌরসভা নির্বাচনে তিন নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন তিনি।
৩ নং ওয়ার্ডে বসবাসরত একাধিক ভোটার ও সমর্থকের সাথে কথা বলে জানা যায় যে, তরুণ ছাত্রনেতা লিখন সরকার একজন মুক্তিযোদ্ধার সন্তান। এলাকার উন্নয়নের জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তির একান্ত প্রয়োজন। মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর সেই বীর মুক্তিযোদ্ধার সন্তান হচ্ছে লিখন, আমরা তার বিষয়ে অনেক আশাবাদী।
এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছে সারোয়ার হোসেন লিখন। প্রতিদিনই মতলব সদরের কলাদি, দশপাড়া, ভাঙারপার, মতলব বাজার, ঘোষপাড়াসহ ওয়ার্ড এর প্রতিটি এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন। এতে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
সারোয়ার হোসেন লিখন বলেন, ৩ নং ওয়ার্ডের জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়ে কাউন্সিলর প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ, আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তার প্রতিফলন ঘটবে, সবাই আমার জন্য দোয়া করবেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/