মতলব দক্ষিণ :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫ হাজার টাকা করে মোট প্রায় ২লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৫ জন ছোট বড় ব্যবসায়ীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।