মতলব দক্ষিণ:
মতলব পৌরসভাধীন মতলব বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত গাউছিয়া মার্কেটের ছাদে ফাটল ও পলেস্তার ধসে ছাদ দেখা যাচ্ছে। উক্ত পলেসত্দার ধস ও ছাদে ফাটল আতঙ্কে মার্কেটে চলাচলরত জনসাধারণের মনে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
সরজমিনে দেখা যায়, মতলব শহরের বৃহত্তম কাপড়ের মার্কেট গাউছিয়া মার্কেটের একতলা বিশিষ্ট ছাদের বিভিন্ন স্থানে পলেস্তার ধসে রড দেখা যাচ্ছে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে মার্কেট কর্তৃপক্ষ উক্ত ফাটলকৃত স্থান আস্তর দিয়ে ঢেকে দিয়েছে বলে জানা যায়।
একাধিক ক্রেতা জানায়, মার্কেটের পলেস্তার ধসে রড দেখা দেয়ায় আমরা আতঙ্কের মধ্য দিয়ে কাপড় চোপড় ক্রয় করছি। আমাদের মাথায় পলেস্তার ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ মার্কেটে অবস্থিত সকাল সন্ধ্যা ক্লথ স্টোরের মালিক বদিউজ্জামান বদু বলেন, মার্কেটটি চার তলা ফাউন্ডেশন নিয়ে তৈরি। মার্কেটের এক তলা ছাদে যে ফাটল তা রাজমিস্ত্রিরা রং দেয়ার সময় আসত্দর পরিষ্কার করেছে। আসলে ফাটল নয়। উল্লেখ্য, মতলব বাজারের এ কাপড় মার্কেটটি ৮০ শতকে মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজহার কাজী নির্মাণ করেন। পরবর্তীতে তিনি মার্কেটটি প্রায় ১৮জন মালিকের কাছে বিক্রি করেন।