প্রতিনিধি
চাঁদপুর পৌর এলাকার ১১নং ওয়ার্ড মধ্য ইচলী মালেক ভূঁইয়া সড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্র“পের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষকে মিমাংসা করে দেয়ার জন্য যুবলীগ নেতা হোসাইন মাহমুদ হোসেন পাটওয়ারী দায়িত্ব নেন। কিন্তু সংঘর্ষকারী বেপারী বাড়ি ও ছৈয়াল বাড়ির লোকজন কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এর মধ্যে ছৈয়াল বাড়ির লোকজন যুবলীগ নেতা হোসাইন মাহমুদ হোসেন পাটওয়ারীকে মুরুব্বী মানলেও বেপারী বাড়ির লোকজন তা মানতে নারাজ। গত ১ সপ্তাহ ধরে এ দু’বাড়ির মধ্যে দফায় দফায় সংঘর্ষ করে আসছে। এর মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনার পর হোসেন পাটওয়ারী জানান, ছৈয়াল বাড়ির লোকজন পুলিশ দিয়ে বেপারী বাড়ির জনৈক ব্যাক্তিকে ধরে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঐ ব্যক্তিকে মিমাংসা করে দেয়ার জন্য থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ঐ রাতেই বেপারী বাড়ির লোকজন ছৈয়াল বাড়ির ১ যুবকের ছোট দোকান রাতে পুড়িয়ে দেয়।
গত ১০ এপ্রিল রাতে ছৈয়াল বাড়ির লোাকজন যুবলীগ নেতা হোসাইন মাহমুদ হোসেন পাটওয়ারীর ছোট ভাইয়ের ১টি দোকানে ভোর রাত ৪টায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিভিয়ে দেয় বলে হোসেন পাটওয়ারী জানান। তিনি আরো জানান, গতকাল ১১ এপ্রিল সকালে পুনঃরায় ঐ দু’বাড়ির মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। বেপারী বাড়ির খোকন বেপারী, আলমগীর বেপারী, মফিজ বেপারী, হান্নান বেপারী, রশিদ বেপারী গং দেশীয় অস্ত্র নিয়ে ছৈয়াল বাড়িতে হামলা চালায়। ছৈয়াল বাড়ির লোকজন যুবলীগ নেতা হোসাইন মাহমুদ হোসেন পাটওয়ারীর বাড়িতে আশ্রয় নিতে আসলে বেপারী বাড়ির লোকজন হোসেনের বাড়িতে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। ছৈয়াল বাড়ির প্রায় ৫-৬টি বসতঘরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এতে সন্ত্রাসী হামলায় বয়স্ক নারীসহ ৫ জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র ও আনোয়ার হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।