স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তহমিনা আক্তারের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, পড়া-লেখার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য। খেলাধূলা করলে মন সতেজ থাকে। যে কোন প্রতিষ্ঠানের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ন বিষয়। তাই সকল শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি খেলাধূলা ও শরীরচর্চা করতে হবে।
তিনি আরো বলেন, এ বিদ্যালয়ে পড়ালেখার মান অনেক ভালো। বিদ্যালয়ের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। নতুন প্রধান শিক্ষিকা ইনোগেটিভ। তাই ভালো ফলাফল অর্জন করার জন্য সকল শিক্ষকরা শিক্ষার্থীদের পড়ালেখার মনিটরিং করতে হবে। বিদ্যালয়ে ভর্তি বৃদ্ধি করে শিক্ষার্থী বাড়াতে হবে। ঝরেপড়া শিক্ষার্থীদের খোজখবর নিয়ে বিদ্যালয়মুর্খী করতে হবে।
তিনি বলেন, সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে স্কুল ড্রেস পড়ে আসতে হবে। আমার তরফ থেকে সবসময় সহযোগিতা করব। শিক্ষা অফিসের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এ বিদ্যালয়ে আপনার নেতৃত্বে অন্যান্য শিক্ষকবৃন্দসহ একটি ভালো ফলাফল উপহার দিবেন। আপনাকে দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করতে হবে। সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। অভিভাবকদের সব্বোর্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল পাররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি আমাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি আমাদের জিলানী চিশতী কলেজে একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন করে দিয়েছেন। উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন অনুমোদন দিয়েছেন। এমপি মহোদয় চাঁদপুর ও হাইমচরে উন্নয়নের বন্যা বয়ে এনেছেন। তাই এ অনুষ্ঠান থেকে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহ্তলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, সহকারি শিক্ষিকা তানিযা আক্তার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সফিক কারী, অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, বিদ্যায়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা আয়শা আক্তার, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিক মো: ইয়াছিন খান,জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ মোঃ রানা সরকার প্রমূখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তহমিনা আক্তার।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।