সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাতে বাকি আর মাত্র ১১ দিন। তারপরেই দুর্গোৎসব শুরু। হাজীগঞ্জে চারিদিকে এখন পূজার আমেজ। এ উপলক্ষে সারাদেশে চলছে দেবীর প্রতিমা তৈরি। দৃষ্টি নন্দন আর বৈচিত্র্যময় ভঙ্গির দেবীর প্রতিমাগুলোতে শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সারাদেশের মৃৎশিল্পীরা। নিপুণ হাতের ছোঁয়ায় মনের মাধুরী মিশিয়ে তৈরি করছেন দেবী দুর্গাকে। জানা যায়, বাঁশের তৈরি বদিতে খড় পেঁচিয়ে তাতে কাদা মাটি লেপ্টে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎ শিল্পীরা। রাত-দিন কাজ করছেন তারা। দৃষ্টি নন্দন আর বৈচিত্র্যময় ভঙ্গির দেবীর প্র্র্র্র্র্তিমাগুলোর শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তুলছেন তারা। অপরদিকে দেবীর লাল টুকটুকে শাড়ি, জরি, গণেশ ও কার্তিকের জন্য ধূতি, দেবী লক্ষ্ণী ও সরস্বতীর শাড়ির এবং অসুরের জ্রমকালো পোশাকের জন্যও আয়োজকরা ছুটছেন দর্জিবাড়িতে। এছাড়াও দেবীর হাতে তীর, ধনুক, চক্র, গদা, খড়গ, ত্রিশূলের জন্যও আয়োজকরা ব্যস্ত হয়ে পড়েছে। হাজীগঞ্জে আয়োজকরা আরো জানিয়েছেন, পূজা উপলক্ষে ডেকোরেটর মালিকদের ব্যস্ততা বেড়ে যায়। তাই আগেই থেকে বুকিং দিয়ে রেখেছেন অনেকে।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।