যোগাযোগ মন্ত্রী চাঁদপুরের রাস্তাঘাট পরিদর্শন করে সাত দিনের চাঁদপুর জেলার সকল সড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু,মন্ত্রী যাওয়ার দশদিন পেরিয়ে গেলেও রাস্তাঘাটগুলো যান চলাচলের উপযোগী হয়নি । চাঁদপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেলার ছয়টি সড়কের সংস্কারের কাজ চলমান ।সড়কগুলো হল: ফরিদগঞ্জের কামতা, বাবুরহাট-মতলব-পেন্নাই,রামগঞ্জ সড়ক, শাহরাস্তির দোয়াভাঙ্গা, পানিওয়ালা, চিতোষী ও হরিণা দোকানঘর এলাকার প্রায় ৫০ কিলোমিটার সড়ক।
যোগাযোগমন্ত্রী চাঁদপুরের সড়কের অবস্থা দেখে মন্ত্রী হিসেবে লজ্জিত বলে উপস্থিত জনতাকে জানান। ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে তিনি চাঁদপুর ও কুমিল্লা সওজ নির্বাহী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৭ দিনের দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন ।
মতলব পেন্নাই সড়কে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে । অনেকেই পঙ্গু জীবনসহ মানবেতর জীবন যাপন করছে শুধু সড়ক দুর্ঘটনার কারনে ।
সড়ক উন্নয়ন কাজের নামে লুটপাটের মহোৎসব চলে প্রতি সরকারের আমলে । কিছু লোকের কারনে সাড়া বছর জনগণের দুর্ভোগের শেষ থাকে না ।
চাঁদপুর নিউজ সংবাদ