স্টাফ রিপোর্টার
আজ ৪ সেপ্টেম্বর ঢাকার শাহবাগস্থ গণগ্রন্থাগার শওকত ওসমান মিলনায়তন (পাবলিক লাইব্রেরি) উন্নত জাতি গঠনে মেধাবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও মেধাবী ছাত্রদের সংবর্ধনা এবং গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজক সংগঠন বাংলাদেশ মেধাবিকাশ সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ লেয়াকত হোসেন খোকা। উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে মাত্র অল্প কয়েকজন গুণিজনকে বিভিন্ন ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এওয়ার্ড দেওয়া হবে।
এতে সারাদেশের মধ্যে একমাত্র চাঁদপুর জেলায় বর্তমানে কর্মরত নারী সাংবাদিক দৈনিক চাঁদপুর সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক সাবিত্রী রাণী ঘোষ এ এওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিনি আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে উক্ত অনুষ্ঠানে এ এওয়ার্ড গ্রহণ করবেন। এক প্রতিক্রিয়ায় বর্তমান চলমান সমাজ ব্যবস্থায় সংবাদকর্মীদের যে কাজের স্বীকৃতি রয়েছে সেই স্বীকৃতি স্বরূপ এ ধরনের সম্মানে সম্মানীত করলে অন্যরা উৎসাহিত হবে বলে সাবিত্রী ঘোষ জানান।
উল্লেখ্য, সাবিত্রী রাণী ঘোষ দীর্ঘদিন যাবত দৈনিক চাঁদপুর সংবাদে সাংবাদিক হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি এ পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর শাখার সহ-সভাপতি। চাঁদপুরের নাট্যাঙ্গনে পরিচিত এক নাট্যঅভিনেত্রী হিসেবে তার বেশ সুনাম রয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটারভুক্ত ফেডারেশন চাঁদপুর অনন্যা নাট্যগোষ্ঠীর তিনি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক। প্রীতি শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী পথচলায় তিনি সকলের দোয়া প্রার্থী।