সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাঠ মঞ্চ কমিটির আহ্বায়ক, চতুরঙ্গের ভাইস চেয়ারম্যান, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি ও রংধনু সৃজনশীল সংগঠনের সহ-সভাপতি মরহুম ইয়াহিয়া কিরণের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) সকালে মরহুমের মৃত্যুর ৪০দিন উপলক্ষ্যে পবিত্র কুরআন খতম করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বাদ জুমআ মরহুমের নিজ বাসার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রামপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর।
দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, মরহুম ইয়াহিয়া কিরণের বড় ভাই দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শওকত আলী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ অ্যাড. হেলাল হোসাইন, দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, মরহুমের ভগ্নিপতি অ্যাড. আমান উল্যাহ পাটওয়ারী, মরহুমের ছোট ভাই গোলাম মুর্তুজা, গোলাম রহমান জিলানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস.এম. জয়নাল আবেদীন, চাঁদ বেকারীর সত্বাাধিকারী মো. শাহজাহান, পৌর আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মজিব, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রধান সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক ইলশেপাড় পত্রিকার বার্তা সম্পাদক এস.এম. সোহেল, দৈনিক চাঁদপুর বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলমগীর হোসেন, মরহুমের বড় ছেলে ও দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার শাহরিয়া পলাশ, ছোট ছেলে সাফারিয়া বিন ইয়াহিয়া।
আত্মীয় স্বজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের সহকারী ভূমি অফিসার খায়রুল আলম চৌধুরী, আশরাফ সিদ্দিকী, মো. সিদ্দিক, মো. পলাশ, দৌলত হোসেন শান্ত প্রমূখ।
দোয়া অনুষ্ঠান শেষে আলেম উলামা, গরীব দু:স্থ ও আগত অতিথিদের মধ্যে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণে সকলের শ্রদ্ধাভাজন ও প্রিয়মুখ চাঁদপুর শহরের মুন্সেফ পাড়ার বাসিন্দা ইয়াহিয়া কিরণ (৬৫) গত ২৭ জানুয়ারি বুধবার রাত সোয়া ১টায় হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাত সাড়ে ১০টায় বুকের ব্যথা অনুভব করলে তাকে প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চাঁদপুরনিউজ/এমএমএ/