চাঁদপুর সদর উপজেলার তরপুরন্ডী ইউনিয়নের আনন্দ বাজার মেঘনা নদীতে প্রকাশ্যে দিনের বেলায় মশারি জাল দিয়ে নিধন হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ।
সরেজমিন দেখা যায়, ওই এলাকায় মেঘনা তীরবর্তী জেলেরা ভর দুপুরে বিশাল আকৃতির মশরি জাল দিয়ে ছোট সাইজের বিভিন্ন প্রজাতির পোনা মাছ ধরছে। এলাকার কয়েকজন মাছ ব্যবসায়ী জেলের সাথে আলাপ কালে জানাগেছে এসব জালে ছোট সাইজের সব ধরনের পোনা মাছ আটকে যায়। যদিও তারা কাছকি মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলছে। কিন্তু এসব জাল থেকে রক্ষা পাচ্ছেনা সব ধরনের পোনা মাছ। মেঘনা নদীতে এ ধরনের মশারি জাল দিয়ে পোনা মাছ ধরা নিষেধ থাকলেও জেলেরা মানছে না নিষেধ। তারা হর হামেশা এ জাতীয় জাল দিয়ে দিন ও রাতে অবাধে নিধণ করছে পোনা মাছ।
মৎস্য বিশেষজ্ঞদের সাথে আলাপকালে জানা যায়, এ ধরনের পোনা মাছ নিধন করায় অনেক প্রজাতির মাছ এখন বড় সাইজে পাওয়া যায় না। এতে বড় ধরনের সাইজের মাছ থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ এবং এর প্রভাব পড়ছে অর্থনীতিতে। ছোট সাইজের মাছ আর একই মাছ বড় সাইজের মূল্যে অনেক পার্থক্য।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, মশারি জাল দিয়ে মাছ নিধন সম্পূর্ণ অবৈধ। কোন জেলেই নেট জাল দিয়ে মাছ নিধন করতে পারবে না। অভিযানে এ ধরনের জাল ও জেলেদের পাওয়া গেলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে থাকি।