তলব দক্ষিণ:
মসজিদ নির্মাণের ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা হয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরে। এ মামলায় চার্জ গঠন হয়। চার্জ গঠনের পরে আসামীদের দৌরাত্ম্য আরে বেড়ে যায়। এরা বর্তমানে এই মামলার বাদী ও সাক্ষীকে হুমকি ধমকি দিয়ে আসছে। এ নিয়ে বাদী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে। ২০১১ সালের ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৩টায় হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরে মামলা ও থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, এ গ্রামে ক্বারী ইব্রাহিম মিয়া ফোরকানিয়া মাদ্রাসার কমপ্লেক্স মসজিদ নির্মাণের জন্য মৃত সোনা মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন রাজু ঢাকা থেকে ৫ লাখ টাকা নিয়ে ঘটনার দিন ঐ গ্রামের করবন্দ কাঁচা রাস্তার কাছে পৌঁছলে পার্শ্ববর্তী গ্রামের আহসান টিপু পাটোয়ারী, সামছু পাটোয়ারী, জসিম পাটোয়ারী, মেহেদী হাসান বাবু ও শাহজালাল পাটোয়ারী বাবুর কাছে ১ লাখ টাকা দাবি করে। রাজু এ সময় টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে মারধর করে ও পেটে ছুরির আঘাত করার মুহূর্তে রাজু বসে পড়লে সেই ছুরির আঘাত গিয়ে রাজুর নাকে লাগে। এতে রাজু ডাক চিৎকার শুরু করলে তারা রাজুর হাতে থাকা কাপড়ের ব্যাগে রক্ষিত ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এই মুহূর্তে এলাকাবাসী এগিয়ে এসে রাজুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পরে রাজুর ভাই মোঃ কাউসার হোসেন বাদী হয়ে ১০জনকে সাক্ষী করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরে একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের কয়েকদিন পরে অর্থাৎ গত বছরের ১ জানুয়ারি মামলার বিবাদী সামছু ও মেহেদী হাসান বাবু মামলার বাদী কাউসার হোসেনকে মুঠোফোনে এই বলে হুমকি দেয় যে, তার মামলার কাজে নিয়োজিত আইনজীবীকে তারা মেরে ফেলবে। তখন কাউসার হোসেন থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। যার নং জে আর ৩/২০১২। এতে করে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে গত বছরের ৪ ডিসেম্বর কাউসারকে আবারো স্থানীয় মহামায়া বাজারে দিনে দুপুরে আক্রমণ করে। বাজারের মানুষজন তখন এগিয়ে আসলে কাউসার রক্ষা পায়। এ সময় বিবাদীরা মহামায়া বাজারে প্রকাশ্যে কাউসারকে জীবনে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে কাউসার হোসেন জানান, আমরা ঢাকায় ব্যবসা করি। মসজিদ নির্মাণের টাকা আমাদের থেকে প্রকাশ্যে ছিনিয়ে নিয়ে ও আমার ভাইকে রক্তাক্ত জখম করেও তারা ক্ষান্ত হয়নি। আমার এ মামলায় চলতি বছরের ২৩ এপ্রিল চার্জ গঠন হয়। এ খবর শুনে মামলার বিবাদীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি ও আমাদের সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছে।