চাঁদপুর: ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে ডিফেন্স এক্স সোলজারস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৯৭১ সালের অগণিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অঙ্গীকার পাদদেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পলিসি মেকার ওয়ারেন্ট অফিসার (এসআইবি) মো. রুহুল আমিন মিয়া, জেলা শাখার সভাপতি ও অনারারী ক্যাপ্টেন দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াদুদ মিয়া, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন, মো. মমিনুল হক, মো. দুলাল, সার্জেন্ট মো. শফিকুল ইসলাম, সদস্য সার্জেন্ট শাহ নেওয়াজ তপদার, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন, মো. শাহাদাত, মো. বিল্লাল, সার্জেন্ট মো. শামীম মিজি, ল্যা. কর্পোরাল মো. লোকমান ও হাজী মির্জা হেদায়েত উল্যাহ প্রমূখ।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/