প্রতিনিধি
১৮ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসিতে বিএনপি কার্যালয় নয়াপল্টনে সমাবেশে পুলিশের বাঁধা দেয়া, খালেদা জিয়াকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা ও চাঁদপুরে এক যুবক সমাবেশ প্রাঙ্গণে পুলিশের গুলিতে নিহত হবার ঘটনায় মহামায়া-বাবুরহাট-ঘোষেহাটে গাড়ি ভাংচুর করে। বিক্ষোভকারীরা রাতের আধারে ইট পাটকেল নিক্ষেপ করে গাছ কেটে সড়ক অবরোধ করে রেখে পানি উন্নয়ন বোর্ডের দু’কর্মকর্তা ও চালককে আহত করে গাড়িতে অগ্নিসংযোগ করে। পিকেটারদের হামলায় প্রায় ২০জন যাত্রী ও চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।
গত রোববার রাত ৯টায় মহামায়া বাজারের পশ্চিম দিকে ব্রীজ সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি জিপ ঢাকা মেট্টো ব-৬৫০৩ গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ সময় পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করলে পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুজ্জামান খান (৪০), উপ-সহকারি প্রকৌশলী ইদ্রিস (৫৪) ও চালক আবু মিয়া (৪৮) গুরুতর আহত হয়। আহতবস্থায় তারা সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নেয়।
উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুজ্জামান খান জানায়, চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের হরিনা ভাঙ্গন রক্ষার কাজ দেখতে গেলে দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস ফোন করে রামগঞ্জ থানায় ও ইউএনও অফিসে যাওয়ার কথা বলে। রামগঞ্জ থানার পেছনে পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর জনৈক সেলিম ও আব্বাস জোরপূর্বকভাবে আরসিসি পিলার দিয়ে স্থাপনা নির্মাণ করে। সেই ঘটনায় রামগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মামলার কপি ইউএনও’র কাছে জমা দিয়ে হাজীগঞ্জ হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৯টায় মহামায়া এলাকায় আসলে পিকেটাররা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। মহামায়া পশ্চিম দিকে ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে পিকেটাররা গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখে। এ সময় পেছন থেকে ২০/২৫জন পিকেটার লাঠি সোটা নিয়ে এসে পানি উন্নয়ন বোর্ডের ব্যবহৃত ওয়াগন জিপ গাড়িটি ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে যাওয়া গাড়িটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনা তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাসকে জানানো হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী আহতবস্থায় হেঁটে বাবুরহাট পর্যন্ত এসে রিক্সাযোগে এসে হাসপাতালে চিকিৎসা নেয়।
পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার পরপর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস পুলিশকে জানায়নি। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুজ্জামান গতকাল সকাল ১১টায় চাঁদপুর মডেল থানায় এসে বাদি হয়ে একটি মামলা দায়ের করে। এদিকে মহামায়া, ঘোষেরহাট, কুমারডুগি, বাবুরহাট এলাকায় পিকেটাররা গতকাল সোমবার দিনে ও রাতে ব্যাপক ভাংচুর চালিয়ে প্রায় অর্ধশত গাড়ি ক্ষতিগ্রস্ত করে। এতে চালক ও যাত্রীসহ প্রায় ২০জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে চলে যায়। গতকাল চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কোনো ধরণের ভারি যানবহান চলাচল করতে দেখা যায়নি। পিকেটাররা কিছুক্ষণ পর পরই সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।