মিজান লিটন==
চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়ায় বরযাত্রীবাহী মিনিবাসের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ৪১ জন যাত্রী গুরুতর আহত হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহত যাত্রীদেরকে চাঁদপুর সদর হাসপাতাল ও আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে বেশ ক’জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমানুল্লাহপুর তফাদার বাড়ির শাহজাহান তফাদারের মেয়ে ফাতেমা (পাখি) (১৭)-এর সাথে বাকিলা শফিক মিজির ছেলে সোহাগ (২৫)-এর সাথে বিয়ে হয়। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর চাঁদপুর-হাজীগঞ্জ যাত্রীবাহী প্রগতি মিনিবাস যোগে ৪১জন বরযাত্রী বাকিলার উদ্দেশ্যে রওয়ানা হয়। মহামায়া পশ্চিম দিকে আড়িবাড়ির সামনে আসলে মিনিবাসের সামনের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় গাড়ির চারপাশের গ্লাস ভেঙ্গে বরযাত্রীদের হাত-পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এদের মধ্যে সোহাগ, জসিম, শফিক, ফাতেমা, সবুজ, খালেদা, আসমা, কামাল হোসেন, মর্জিন, বাবুল, তানজিনা, পাখি, মুফা, শাহজাহান, শাহিনা, ফাাহিমা, পারুল সহ ৪১জন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়। রক্তাক্ত জখম অবস্থায় জসিম সহ বেশ ক’জনকে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করেন। বরযাত্রীবাহী প্রগতি গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়ে পুকুরে পড়ে রয়েছে। এদিকে বর সোহাগ ও কনে ফাতেমা চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি চলে যায়। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বরযাত্রীরা।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।