ফাহিম শাহরিন কৌশিক
চাঁদপুরে আবারো নৃশংসভাবে খুন হলো জুয়েল (১৮) নামে এক যুবক। একের পর এক হত্যাকান্ডে ঘাতকরা পার পেয়ে যাওয়ায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় এই ধরণের ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মহামায়া করবন্দ গ্রামে দুবৃর্ত্তরা কুপিয়ে জুয়েলকে খুন করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকার পথচারীরা তাকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে মডেল থানার উপ-পরিদর্শক খালেকুজ্জামান হাসপাতালে গিয়ে মৃত্যুর কারণ জানেন ও তদন্ত করেন। এ সময় জুয়েলের স্বজনরা জানায়, সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া করবন্দ গ্রামে বিকেল ৫টায় আরিফ ও ফরিদ নামে জনৈক যুবকরা জুয়েলের পাশের বাড়ি থেকে একটি দা এনে তালের লেপা কাটে। পরে দা ফেরত না দেওয়ায় জুয়েল তা আনতে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডের সৃষ্টি হয়। ঘাতক আরিফ ও ফরিদ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ওৎপেতে থেকে সন্ধ্যা ৭টায় জুয়েলকে একা পেয়ে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় জুয়েলের নাড়িবুড়ি বের হওয়ায় প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করে। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জানায়, জুয়েলকে কুপিয়ে নাড়িবুড়ি বের করার কারণে হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, জুয়েল করবন্দ গ্রামের ইসমাইলের ছেলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এভাবে খুন করেছে। ঘাতক আরিফ ও ফরিদ তাদের সহযোগী ৪/৫ জন নিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে।
চাঁদপুরে এভাবে একের পর এক হত্যাকান্ড জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মূলত আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় এভাবে একের পর এক হত্যা হচ্ছে শহরে। মূল খুনীরা পার পেয়ে যাওয়ায় প্রকাশ্যে এভাবে দিনের পর দিন খুন হওয়ায় অপরাধ প্রবণতা বেড়েই যাচ্ছে। মহামায়ায় এই হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।