প্রতিনিধি
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি স্কুটারের ধাক্কায় নিহত হয়েছে স্কুল ছাত্র হাসান (৯)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেবপুর ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, পার্শ্ববর্তী মামার বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো হাসান। সে যখন ওই এলাকার রাস্তা পার হচ্ছিলো তখন চাঁদপুর থেকে যাওয়া দ্রুতগতির একটি সিএনজি স্কুটার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত স্কুল ছাত্র হাসানের খালু আঃ মালেক বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছে।