স্টাফ রিপোর্টার
বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, সুপ্রীম কোর্ট জামে মসজিদের খতিব, চ্যানেল আইর জনপ্রিয় ইসলামী অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘সত্যের সন্ধানে’সহ আরো বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক ও বিজ্ঞ আলোচক, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওঃ শায়খ নূরুল ইসলাম ফারুকীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আহবানে গতকাল রোববার সারাদেশের ন্যায় চাঁদপুরেও অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ হরতালকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমর্থন জানিয়েছে।
চাঁদপুর জেলায় গতকাল অর্ধদিবস হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। জেলা শহর ছাড়াও প্রত্যেক উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে ভোর থেকেই মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়েছে। ভোর থেকে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান নেয়। বেলা ১২টা পর্যন্ত চাঁদপুর থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং চাঁদপুরেও আসেনি। সকাল ১০টা পর্যন্ত শহরে কোনো সিএনজি স্কুটার, অটোরিক্সা ও রিক্সা চলাচল না করলেও ১০টার পর অভ্যন্তরীন এসব যানবাহন কিছু চলাচল শুরু হয়। জেলা ১২টা থেকে হরতাল পুরোপুরি শিথিল হয়ে যায়। হরতাল চলাকালে বড় বড় মার্কেট ও বিপণী কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ থাকলেও ১১টার পর থেকে দোকানপাট খুলতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ ছিলো এবং ব্যাংক-বীমা ও অফিস পাড়ায় লোক সমাগম কম ছিলো। এদিকে হরতালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিলো। পাশাপাশি টহল পুলিশও ছিলো। তবে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গতকাল ভোর ৬টার পর শহরের শপথ চত্বর মোড় ও ওয়্যারলেস মোড় এলাকায় ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতা-কর্মীরা অবস্থান নেয়। এসব এলাকায় নেতা-কর্মীরা দফায় দফায় মিছিল করে। শপথ চত্বর এলাকায় জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আঃ রউফ খান, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকী, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন ও শহর ছাত্রসেনার সভাপতি নবাব খান নেতৃত্ব দেন। এদের নেতৃত্বে শহরে মিছিল হয়। ওয়্যারলেস এলাকায় নেতা-কর্মীদের অবস্থান ও মিছিলে নেতৃত্ব দেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, শহর শাখার সভাপতি মাওঃ আবদুল হান্নান নিজামী, ইসলামী যুবসেনার জেলা আহক্ষায়ক পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের, কাজী মাসুদুর রহমান, মাওঃ হাছানুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ। সকাল নয়টার পর উভয় স্পটের নেতা-কর্মীরা একসাথ হয়ে শহরে মিছিল বের করে। এ ছাড়া বাগাদী গাছতলা এলাকায় সড়ক অবরোধ করে এবং মিছিল ও পিকেটিং করে। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় হরতাল কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওঃ সৈয়দ জাহানশাহ মোজাদ্দেদী, মাওঃ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, মাওঃ হাফেজ জুনায়েদুল হক নকশবন্দী, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মুফতি আবদুর রব আল-কাদেরী, ইসলামী ফ্রন্ট নেতা অধ্যক্ষ নূরুল আলম মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ। হরতাল চলাকালে চাঁদপুর-কুমিল্লা সড়ক, কচুয়া সড়ক ও চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতা-কর্মীরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উল্লেখ্য, জেলার বিভিন্ন স্থানে হরতাল কর্মসূচিতে সাধারণ মানুষও অংশ নেয়। নানা শ্রমজীবী মানুষ স্বেচ্ছায় এসে হরতাল পালন করে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।