অভিজিত রায় ঃ
ইসলামী ব্যক্তিত্ব এবং উপস্থাক মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ও ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছ আজ বেলা ১২টায় সংগঠনের নেতাকর্মরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লা নুরির হাতে স্মারকলিপির কপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ, গত ২৭ আগস্ট এশার নামাজের সময় আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ও বায়লাদেশ ইসলামী ফ ফ্রন্টের কেন্দ্রীয় নেতা জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব এবং উপস্থাক মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে তার ঢাকার রাজা বাজারস্থ বাসায় জবাই করে হত্যা করে দূর্বৃত্তরা। তার প্রকৃত খুনীদের সনাক্ত করে শীঘ্রই গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শস্তির দাবিতে বিভিন্ন শন্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রয়েছে। ফারাকী সাহেবের খুনের মামলার দৃশ্যত কোন অগ্রগতি না হবার কারনে সূফিবাদী সুন্নী জনতার মনে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের জন্ম নিচ্ছে, তা দিন দিন আরো তব্রতর হবে, যা সরকারের সাথে সুন্নী জনগণের সম্পর্ককে অস্বাভাবিকভাবে তিক্ততার দিকে নিয়ে যাবে।
একটি পরিকল্পিত জঙ্গীবাদী খূনের ঘটনাকে পুলিশ ডাকাতি হিসেবে রুজু করতে বাধ্য করেছে নিহতের পরিবারকে। ফারুকী সাহেব সুফীবাদ তথা সুন্নী মতদর্শে বিশ্বাসী মহান মুক্তিযদ্ধের চেতনার একজন দেশপ্রেমীক বাঙালি ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত মামলার স্বপ্রণোদিত একজন অন্যতম সাক্ষী ছিলেন। আর এতেই জঙ্গী গোষ্ঠীর টার্গেট হন তিনি। তারাই পরিকল্পিতভাবে খুন করেছে।
জনগণের আস্থা ফিরে পেতে আপনাকে এ হত্যা মামলার গ্রহণযোগ্য তদন্ত এবং দোষীদের শস্তির বিষয়টিকেই আন্তরিকতা এবং গুরাত্বের সাথে নিতে হবে। শুধু শুধু কালক্ষেপণের রাজনীতি আর বিবৃতি প্রদানের পুলিশী আইওয়াশে জনগণ আর আশ্বস্ত হতে চায় না।
এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত ও ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ান আল কাদরী, ইসলামী ফ্রন্ট জেলা সভাপতি মুফতি আব্দুর রব আল কাদরী, যুগ্ম সম্পাদক এ এইচ এম আহসান উল্যা, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, ইসলামী যুবসেনা জেলা আহবায়ক পীরজাদা মাওলান খাজা জোবায়ের, ইসলামী ফ্রন্ট শহর সাধারণ সম্পাদক মাওলানা আবআদর রউফ খান, ইসলামী ছাত্রসেনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লা আল বাকী, শহর সভাপতি নবাব খান প্রমূখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।