স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমীরে শরীয়ত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার শনিবার বিকাল ৩টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, সহকারী মহাসচিব মাওলানা হাফেজ আবু তাহের, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, কেন্দ্রীয় মানবাধিকার ও সংখ্যালঘু সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ও নায়েবে আমীর ঢাকা মহানগর মাওলানা ফিরোজ আশরাফী, কেন্দ্রীয় নেতা ও যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবু রহমান। সেমিনারে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর সকল নেতা-কর্মী, সমর্থকসহ সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা শাখার ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক পাটওয়ারী।