মো. শিমুল হাছান:
ফরিদগঞ্জ র্স্পোটস ক্লাবের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট এফপিএল-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, মাঠে ফিরে এসে দর্শকদের ভালো কিছু ইনিংস উপহার দিতে চাই। বাংলাদেশের ক্রিকেট এখন ভালো পর্যায়ে রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের টুর্ণামেন্ট বেশি করে আয়োজন করা হলে টেলেন্ট প্লেয়ার তত বেশি বেরিয়ে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ভূমি কর্মকর্তা ইয়াছিন আরাফাত, ওসি (তদন্ত) রাজীব কুমার দাস, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, কামাল হোসেন মিজি, জাকির হোসেন গাজী, আহসান হাবীব, জিয়াউর রহমান, মাহাবুব আলম সোহাগ প্রমুখ। খেলার উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজারো দর্শক মাঠে ভিড় জমায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।