চাঁদপুর: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। ভাঙালী জাতীয় চেতনার এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে: ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ। বাদ আছর বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা।
স্বাস্থ্যবিধি নির্দেশনা পালন পূর্বক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী তথা সর্বস্তরের জনগণকে কর্মসূচীতে অংশগ্রহন করার জন্য চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুরনিউজ/এমএমএ/