৫২ ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে ছিলেন ছালাম, বরকত, রফিক সহ নাম না জানা অনেকেই। তৎকালীন পাকিস্তানী সামরিক জান্তা থেকে রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রাষ্ট্র ভাষা করে যারা জীবন উৎসর্গ করে গেছেন তাদের সেই মাতৃভাষা আজ শব্দ জটের কারণে বিকৃতি হয়ে যাচ্ছে। কোন শব্দের কি বানান তা অনেকেই জানেন না। জানলেও তা সংশোধন করতে প্রয়োজন মনে করে না। ছবি গুলি রাস্তা দিয়ে চলাচল কারী বিভিন্ন সি.এন.জি স্কুটারের পেছন থেকে তোলা হয়েছে। এই ছবি গুলোর দিকে তাকালেই বুঝা যায় বাংলা ভাষায় আমরা কতটা অজ্ঞ কিংবা অভিজ্ঞ। ছবি ও প্রতিবেদন সাখাওয়াত হোসেন (মিথুন)।
চাঁদপুর নিউজ সংবাদ