মিজানুর রহমান রানা ¡
গত ৮ নভেম্বর রাতে বিপনীবাগস্থ অস্থায়ী কার্যালয়ে নতুন আত্মপ্রকাশ মাতৃভূমি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা কামরুল ইসলামের সভাপতিত্বে ও ফজলুর রহমানের সভা পরিচালনায় বক্তব্য রাখেন, সোহাগ হোসেন, নাজমুল হোসেন, মাহবুবুর রহমান, মোঃ ইউসুফ, মোঃ শরীফ, নদী আক্তার, পান্না আক্তার, আল-আমিন হোসেন, হুমায়ুন কবির, রোকনুজ্জামান হক, সহ প্রমুখ। এ সময়ে উপস্থিতদের মধ্যে সর্বসম্মতিক্রমে এই নতুন সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। নব নির্বাচিত আহ্বায়ক হলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম। সদস্য সচিব বিশিষ্ট নাট্যকর্মী মিজান রানা। যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ও সুমন সরকার। এছাড়া কার্যকরী সদস্য যথাক্রমে, মাহাবুবুর রহমান, গিয়াস উদ্দিন রানা, ফয়সাল ফরাজি, মাসুদ রানা, ইমরান হোসেন, হিমু, সোহাগ হোসেন, নাজমুল হোসেন, সীমা ইসলাম, পান্না আক্তার, হুমায়ুন কবির, এমরান হোসেন, রোকনুজ্জামান হক, আসিক বিন রহিম, নদী আক্তার, মোঃ শরীফ হোসেন, মাজহারুল ইসলাম। উক্ত কমিটি আগামী ১ মাসের বাস্তবায়ন করা হবে। এবং প্রত্যেক কমিটি ২ বৎসরের মেয়াদ থাকবে। এছাড়া সংগঠনের গঠনতন্ত্র সদস্য সংগ্রহ কার্যক্রমসহ সামাজিক কার্যকলাপ কর্মসূচীর রূপারেখা তৈরী করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।