হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্য বদলে যাচ্ছে। যাদের এতদিন নিজস্ব কোন মাথা গোজার ঠাঁই ছিলো না, তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় ঘর দেয়া হচ্ছে। আর এ কাজটি অব্যাহত।
হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটু জানান, প্রধানমন্ত্রীর এ বিশেষ প্রকল্প আমাদের ইউনিয়নসহ সারাদেশেই চলমান। ভূমিহীন ও গৃহহীন লোকদেরকে ঘর করে দেয়া হচ্ছে। আমার ইউনিয়নেও এই কাজটি অব্যাহত। আমার ইউনিয়নে নতুন করে ঘরে পেয়েছে ০৮ নং ওয়ার্ড কাঁঠালির স্বামী পরিত্যাক্তা ফেরদৌসী বেগম, ড়ৌড়েশ^র গ্রামের সরকার বাড়ীর সিএনজি চালক কামরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ধড্ডা গ্রামের স্বামী পরিত্যাক্তা রাবেয়া বেগম।
তিনি বলেন, এসব লোকজন ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর পাশাপাশি তাঁর দীর্ঘ জীবন কামনা করে দোয়া করেছেন।
সংবাদদাতা/ চাঁদপুরনিউজ/এমএমএ/