স্টাফ করেসপন্ডেন্ট: ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম গাঁজাসহ শরীফ (৩২) ও মুন্না গাজী (৩৫) নামে দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে তাদেরকে শহরের পালবাজার এলাকায় ব্রিজের নীচে নুরে বাগদাদ নামে বাল্কহেড থেকে আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে রাতে আটক দুই যুবককে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক যুবকদের বাড়ী শহরের স্ট্যান্ড রোড ও লঞ্চঘাট এলাকায়।
চাঁদপুরনিউজ/এমএমএ/