শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর জেলাধীন হাইমচরে মাদকসেবীদের বাঁধা দেওয়ায় বৃদ্ধ কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানিয় মাদকসেবি একটি সংঘবদ্ধ চক্র। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় পিছন থেকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে কাদের বেপারী (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানিয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়। আহত বৃদ্ধের পারিবারিক সুত্রে জানাযায়, আহত বৃদ্ধ কাদের বেপারী স্থানিয় মসজীদ কমিটির সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাতে হাইমচর ২নং আলগী দুর্গাপর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বার্ষিক ওয়াজ ও মাহফিল উপলক্ষে তিনি কাজে ব্যাস্ত ছিলেন। রাতে আনন্দ বাজার থেকে বাড়ীর সামনে এসে গাজা সেবনের
গন্ধ পায়। এ সময় রাস্তার পাশে বসে কয়েকজন মিলে সালাউদ্দিন ঢালির ছেলে নাইম ঢালি গাজা সেবন করা অবস্থায় দেখতে পেলে এ নিয়ে তিনি প্রতিবাদ জানায়। তাদেরকে এসব থেকে বিরত থাকতে বলেন। তারপর কাদের বেপারী রাস্তার পাশে মুত্রত্যাগের সময় পিছন থেকে নাইম ঢালি সহ অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার মাথায় কুপিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত সিএনজি যোগে চাঁদপুর নিয়ে এসে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাযায়।